Toke Osmane shared a post  
42 w

42 w

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাওয়া একটা আইটেম হল প্যারাসুট নারিকেল তেল। মূল কোম্পানি ইন্ডিয়ার ম্যারিকো। বাংলাদেশের বাজার ধরে নেয়ার পর এখন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটা ম্যারিকোর সাবসিডিয়ারি কোম্পানি। বাংলাদেশে নারিকেল তেল ও ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলে দেশে এক নম্বর অবস্থানে রয়েছে ম্যারিকো। নারিকেল তেল ছাড়াও এদের আরও অনেক কনজুমার প্রোডাক্ট ভালো বিক্রি হয়। বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ পরিবার ম্যারিকোর পণ্য ব্যবহার করছে। আপনি আমি এই পণ্য কেনা থেকে বিরত থাকলেই ওরা বাজার হারাবে। আমি অনেক আগে থেকেই আমার নিজ বাসার জন্য এটা কিনি না। বিকল্পের কোন অভাব নাই। স্কয়ারের জুই নারিকেল তেল, লালবাগের হাস মার্কা গন্ধরাজ তেল, কিউট পারফিউমড কোকোনাট অয়েল এমন অসংখ্য মানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে। দেশের টাকা দেশেই রাখবেন নাকি ফে/লা/নীদের দিকে ছোড়া বুলেট কেনার রূপী যোগাবেন সেই সিদ্ধান্ত আপনার।

(একেকটা নির্দিষ্ট পন্য টার্গেট করুন এবং সবাই সবাইকে সচেতন করুন তাহলেই কাজ হয়ে যাবে। এভাবেই ওয়ান বাই ওয়ান ধরতে হবে। উপরের পোস্টটি মেনশন ছাড়াই কপি পেস্ট করুন।)
#boycottindia
#boycottindianproducts

-সংগৃহীত

image

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাওয়া একটা আইটেম হল প্যারাসুট নারিকেল তেল। মূল কোম্পানি ইন্ডিয়ার ম্যারিকো। বাংলাদেশের বাজার ধরে নেয়ার পর এখন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটা ম্যারিকোর সাবসিডিয়ারি কোম্পানি। বাংলাদেশে নারিকেল তেল ও ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলে দেশে এক নম্বর অবস্থানে রয়েছে ম্যারিকো। নারিকেল তেল ছাড়াও এদের আরও অনেক কনজুমার প্রোডাক্ট ভালো বিক্রি হয়। বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ পরিবার ম্যারিকোর পণ্য ব্যবহার করছে। আপনি আমি এই পণ্য কেনা থেকে বিরত থাকলেই ওরা বাজার হারাবে। আমি অনেক আগে থেকেই আমার নিজ বাসার জন্য এটা কিনি না। বিকল্পের কোন অভাব নাই। স্কয়ারের জুই নারিকেল তেল, লালবাগের হাস মার্কা গন্ধরাজ তেল, কিউট পারফিউমড কোকোনাট অয়েল এমন অসংখ্য মানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে। দেশের টাকা দেশেই রাখবেন নাকি ফে/লা/নীদের দিকে ছোড়া বুলেট কেনার রূপী যোগাবেন সেই সিদ্ধান্ত আপনার।

(একেকটা নির্দিষ্ট পন্য টার্গেট করুন এবং সবাই সবাইকে সচেতন করুন তাহলেই কাজ হয়ে যাবে। এভাবেই ওয়ান বাই ওয়ান ধরতে হবে। উপরের পোস্টটি মেনশন ছাড়াই কপি পেস্ট করুন।)
#boycottindia
#boycottindianproducts

-সংগৃহীত

image

🦋🥀**"কখনো "কাউকে" অযোগ্য "বলে,,,
অবহেলা করো না.....!!🥀
***কারণ " ভেবে "দেখ "তুমিও,,,
কারো না কারো অযোগ্য...!!🥀🍂
**মনে "রেখো" কেও" কারো,,,
যোগ্য নয়.....!!❤️🦋
🥀 🦋**** যোগ্য করে নিতে হয়****🥀🦋🌹🌹

নিজের স্বামী কে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামী,
আর পরপুরুষকে খাবার সার্ভ করা নিজের পায়ে দাঁড়ানো! 🙂
#কিছু মেয়েদের চরিত্র 🤮🤫

টাকা দিয়ে মানুষ কি না করে...??

এই পৃথিবীতে টাকাই অনেক কিছু,,, তাইতো আমরা সবাই দৌড়াচ্ছি টাকার পিছু...!!

_ ᴀ ꜰʀɪᴇɴᴅ ᴍᴇᴀɴꜱ Qᴜᴀʀʀᴇʟ ɪꜰ ʏᴏᴜ ᴀʀᴇ ɴᴇᴀʀ ᴀɴᴅ ᴍɪꜱꜱ ..! 🙂
ɪꜰ ʏᴏᴜ ᴀʀᴇ ꜰᴀʀ ᴀᴡᴀʏ ..!! 😓😥

বন্ধু মানে " কাছে থাকলে ঝগরা আর দূরে গেলে..! 🙂
!!.. খুব মিস করা..!!😅💔🥀

⚡ভালোবাসা সবার কাছে সমান নয়! ⚡
๛কেউ ভাবে....💝
🥀 𝑳𝒐𝒗𝒆🥀𝘪𝘴🥀𝙟𝙪𝙨𝙩🥀𝙛𝙤𝙧🥀𝙚𝙣𝙟𝙤y
⚡কেঁউঁ ভাঁবেঁ⚡
🥀𝙏𝙞𝙢𝙚 pass🥀
❥আবার❥কেউ জীবন❥দিয়ে❥প্রমান❥করে
🙂𝑳𝒐𝒗𝒆 𝒊𝒔 𝒏𝒐𝒕 𝒇𝒖𝒏🥰.

Toke Osmane shared a post  
42 w

42 w

করেছিলাম বিয়ে 😊
কাবিননামা হারিয়ে গেছে,
সাক্ষী গেছে মরে।
বউয়ের সংগে এখন আমি
চলবো কেমন করে।

কাজীর কাছে ফোন করেছি
বন্দি সেও জেলে
ঘুরতে গেছি বউকে নিয়ে
কাবিননামা ফেলে।

ভাবছি বসে হিসাব কোসে
আবার করি বিয়ে
কাজী অফিসে যাচ্ছি এখন
পুরাতন বউ নিয়ে।
funnypost

image

- এই শহরে ভালোবাসা বলতে কিচ্ছু নাই-..✨🍒

- দিনশেষে বেঈমানরাই ভালো থাকে..!💔😥