করেছিলাম বিয়ে 😊
কাবিননামা হারিয়ে গেছে,
সাক্ষী গেছে মরে।
বউয়ের সংগে এখন আমি
চলবো কেমন করে।
কাজীর কাছে ফোন করেছি
বন্দি সেও জেলে
ঘুরতে গেছি বউকে নিয়ে
কাবিননামা ফেলে।
ভাবছি বসে হিসাব কোসে
আবার করি বিয়ে
কাজী অফিসে যাচ্ছি এখন
পুরাতন বউ নিয়ে।
funnypost

Shamim Ahmed
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?