–সবাই আপনাকে পছন্দ করবে ব্যপার'টা এমন না।
আবার সবাই অপছন্দ করবে; এমনও না। আপনি অনেকের "প্রিয়" মানুষ হবেন, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবেন। সবসময় লোকের কথায় কান দিতে হয়না, কারো 'অপছন্দ কিংবা ঘৃনা' নিয়ে জীবন থেমে থাকে না। আপনি বরং আপনার রবের প্রিয় হবার চেষ্টা করুন। মানুষ কত শত জিনিস বলবে, পাত্তা দেওয়ার সময় কই?
জীবন সুন্দর!❤
MD Shihab
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟