Toke Osmane compartilhou um post  
1 y

1 y

স্বামী মানে হচ্ছে..
মাথার উপর ছাদ পায়ের নিচে থাকা মাটি

স্বামী মানে হচ্ছে.. চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন, স্বামী মানে হচ্ছে রাগ অভিমান আবেগ মিশ্রিত ভালোবাসা।

স্বামী মানে হচ্ছে.. সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একজন! স্বামী মানে হচ্ছে.. হাজার কষ্টে থাকার পর ভালোবাসা দিয়ে ভরপুর রাখা।

স্বামী মানে হচ্ছে.. গরমে ঠান্ডা বাতাস.. যে বাতাস ছাড়া দম বন্ধ হয়ে যাওয়ার মতো, স্বামী মানে হচ্ছে সেই রাত যা চাঁদ ছাড়া অসুন্দর!

- একটা ফুল গাছ যেমন ফল ছাড়া মূল্যহীন.. তেমন, একটা নারীও স্বামী ছাড়া মূল্যহীন,

ভালোবাসা আনন্দ দিয়ে পরিপূর্ণ থাকুক প্রত্যেক
স্বামী স্ত্রীর ভালোবাসা।❤️🥰

image