স্বাধীনতা!!
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎ
স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত,
স্বাধীনতা তুমি বোনের গায়ে সানি লিওনের ড্রেস
স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেষ।
স্বাধীনতা যখন কাঁটাতারে ঝুলন্ত মোদের ফেলানী
স্বাধীনতা তখন ক্যাটরিনা কাইফই আমার স্বপ্ন রানী,
স্বাধীনতা মোরে শেখাচ্ছে নিয়ত রামায়নের রাম ও রাঁধা
স্বাধীনতা নিয়েই হাসবো আমি, আমি যে শিকলে বাঁধা।
স্বাধীনতা তুমি করিয়াছ বাধ্য দিতে টিপাইমুখে বাঁধ
স্বাধীনতা তুমি পাঠাচ্ছ ভারত সামান্য উঠাতে দাঁত,
স্বাধীনতা যখন নিজের সংস্কৃতিকে নিজেই করিয়াছে বর্জন
স্বাধীনতা তখন ভাবতে থাকে কখন আমি হয়েছি অর্জন।
স্বাধীনতা তুমি লাখো শহীদের উৎসর্গ করা তাজাপ্রান
স্বাধীনতা তুমি দেশী শিল্পীদের বিদেশি গাওয়া হিন্দি গান,
স্বাধীনতা মানে জীবন নামের প্রাণ নাশক আন্তঃনগর ট্রেন
স্বাধীনতা তুমি পরাধীনতার বাকরুদ্ধ একটি বাংলাদেশ।।
কবি #মামুন #রাফি

Mamun Sarker
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Rofikul Islam Rafi
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Shamim Ahmed
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?