@shamim92
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাওয়া একটা আইটেম হল প্যারাসুট নারিকেল তেল। মূল কোম্পানি ইন্ডিয়ার ম্যারিকো। বাংলাদেশের বাজার ধরে নেয়ার পর এখন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটা ম্যারিকোর সাবসিডিয়ারি কোম্পানি। বাংলাদেশে নারিকেল তেল ও ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলে দেশে এক নম্বর অবস্থানে রয়েছে ম্যারিকো। নারিকেল তেল ছাড়াও এদের আরও অনেক কনজুমার প্রোডাক্ট ভালো বিক্রি হয়। বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ পরিবার ম্যারিকোর পণ্য ব্যবহার করছে। আপনি আমি এই পণ্য কেনা থেকে বিরত থাকলেই ওরা বাজার হারাবে। আমি অনেক আগে থেকেই আমার নিজ বাসার জন্য এটা কিনি না। বিকল্পের কোন অভাব নাই। স্কয়ারের জুই নারিকেল তেল, লালবাগের হাস মার্কা গন্ধরাজ তেল, কিউট পারফিউমড কোকোনাট অয়েল এমন অসংখ্য মানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে। দেশের টাকা দেশেই রাখবেন নাকি ফে/লা/নীদের দিকে ছোড়া বুলেট কেনার রূপী যোগাবেন সেই সিদ্ধান্ত আপনার।
(একেকটা নির্দিষ্ট পন্য টার্গেট করুন এবং সবাই সবাইকে সচেতন করুন তাহলেই কাজ হয়ে যাবে। এভাবেই ওয়ান বাই ওয়ান ধরতে হবে। উপরের পোস্টটি মেনশন ছাড়াই কপি পেস্ট করুন।)
#boycottindia
#boycottindianproducts
-সংগৃহীত
Toke Osmane
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?